সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তানোর উপজেলা নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপসমূহ ঘুরে দেখেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।নাঈমা খান জানান,ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তানোর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্যাম কুমার দত্ত জানান,এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৫৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজার পরিবেশ সুন্দর রাখতে সক্রিয় ভূমিকা রাখার জন্য।উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি,পুলিশ প্রশাসন ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।