সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার নবাগত ইউএনও নাঈমা খান এর সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(২৯সেপ্টেম্বর)দুপুরে ইউএনওর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় তানোর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ এবং উপজেলার বিভিন্ন রাস্তা ঘাটসহ উপজেলাবাসীর বিভিন্ন দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি তানোর প্রেসক্লাবের সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন- তানোর প্রেসক্লাবের সভাপতি,দৈনিক আমাদের সময় ও সোনালী সংবাদ পত্রিকার তানোর প্রতিনিধি সাইদ সাজু, সহ-সভাপতি দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার তানোর প্রতিনিধি আশরাফুল ইসলাম রনজু, সেক্রেটারী দৈনিক সোনার দেশ পত্রিকার তানোর পৌর প্রতিনিধি দেলোয়ার হোসেন সোহেল ও ক্যাশিয়ার দৈনিক যুগান্তর পত্রিকার তানোর প্রতিনিধি ইমরান হোসাইন।এছাড়াও জয়েন্ট সেক্রেটারী দৈনিক যায়যায় দিন ও সানশাইন পত্রিকার বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি আসাদুজ্জামান মিঠু,রাজশাহী সংবাদ পত্রিকার তানোর প্রতিনিধি ওবাইদুর রহমান সুজন ও সদস্য আলোকিত ৭১ অনলাইন পত্রিকার তানোর প্রতিনিধি মোমিনুল হক মমিন প্রমুখ।