বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
হেডলাইন :
ভেড়ামারায় বিএনপির ৩১ দফা শীর্ষক আলোচনা সভা বদলগাছীতে হাঁস মারাকে কেন্দ্র  সংঘর্ষ; আহত লতিফ ড্রাইভারের মৃত্যু, গ্রেফতার ২ তানোরে ৫৮টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক   জনবল সংকটে ভোগান্তিতে সালথার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা শ্রীপুরে দুর্গাপূজায় তারেক রহমানের উপহার সামগ্রী বিতরণ জনবল সংকটে ভোগান্তিতে সালথার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নাতনিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে মটরবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত দলীয়কর্মী হত্যার আসামি তানোরে বিএনপির বহিষ্কৃত নেতা ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি, এমপি প্রার্থীর প্রতি ক্ষোভ অসন্তোষ ভাঙ্গায় একদিনে একাধিক দুর্ঘটনা ও সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২০ তানোরে দলীয়কর্মী হত্যার আসামি বহিষ্কৃত নেতার পদে বহাল ও স্থানীয় বিএনপিতে ক্ষোভ
নোটিশ :
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ০১৮১৯৪৫৯৫১২

তানোরে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে মেজর জেনারেল শরিফ উদ্দিন

Reporter Name / ৬০ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব,শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, আর্থিক অনুদান এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (শারদীয় দুর্গোৎসব) দুর্গাপূজা।সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে সনাতনধর্মালম্বীরা উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয়-মোঙ্গলীক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। এ উপলক্ষে তিনি জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর রোববার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন দিনব্যাপী উপজেলার বাঁধাইড় ইউনিয়ন (ইউপি), মুন্ডুমালা পৌরসভা, পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) তালন্দ ইউনিয়ন (ইউপি) ও চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) বিভিন্ন এলাকার পুজা মন্ডপ পরিদর্শন ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় করেছেন। এছাড়াও মন্দির চত্ত্বরে ভক্ত-অনুরাগীদের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন।এসময় উপস্থিত উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,বিএনপি নেতা নুরুল ইসলাম,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন,পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, চাঁন্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল, ডাঃ মিজানুর রহমান,যুবদল নেতা রায়হানুল হক রায়হান, সুলতান আহম্মেদ, রবিউল ইসলাম, আব্দুর রশিদ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন,আনারুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় শরিফ উদ্দিন বলেন, সবার আগে দেশ, আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষ বাধাহীন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করেন। তিনি বলেন, বিএনপি সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ধর্ম যার যার দেশ সবার। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকলকে বিএনপির ছায়াতলে আসার উদাত্ত আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com