ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামে অপরিকল্পিতভাবে বালু ফেলে সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ উঠেছে।
রবিবার(১৯ অক্টোবর) সকালে ঘটনাস্থলে সরেজমিনে গেলে এমন চিত্র দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাপুড়িয়া সদরদী এলাকার শৈলী ওবায়দুর রহমানের সঙ্গে একই এলাকার লুৎফর রহমানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। সম্প্রতি লুৎফর রহমান তার জমিতে একটি বহুতল ভবন নির্মাণ শুরু করেছেন। ভবনটির বালু ভরাটের সময় পাশের জমির সীমানা প্রাচীর ভেঙে যায় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত জমির মালিক শৈলী ওবায়দুর রহমান বলেন, “লুৎফর রহমানের জমিতে কে. এম. মফিজুর রহমান মাসুদ নামে একজন ডেভেলপার হিসেবে ভবন নির্মাণ করছে। আমাদের সঙ্গে জমি নিয়ে আগেও বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে তারা ইচ্ছাকৃতভাবে অপরিকল্পিতভাবে বালু ফেলায় আমাদের সীমানা প্রাচীর ভেঙে গেছে। একটি ভবনের নির্মাণের আগেই যদি দেয়াল ভেঙে যায়, তাহলে ভবন সম্পন্ন হওয়ার পর বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।”
তিনি আরও বলেন, “আমাদের আরেকটি জমি (আল-হেরা স্কুল) সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যে আদালতে মামলা( সই জালিয়াতি) চলছে। এছাড়া পৌরসভার কর্মকর্তারা এক পর্যায়ে পরিদর্শন করে মৌখিকভাবে ভবনের কাজ বন্ধের নির্দেশ দিলেও তারা কাজ চালিয়ে যাচ্ছে। নদীর তীরবর্তী এলাকায় বহুতল ভবন নির্মাণ সঠিক নিয়ম মেনে হচ্ছে কিনা, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা প্রয়োজন।”
এবিষয়ে জানতে ভাংগা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউর রহমানের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, অফিসের কাজে ঢাকায় এসেছি। অফিসে এসে বিষয়টি খতিয়ে দেখবো।
এ বিষয়ে জানতে নির্মাণাধীন ভবন এলাকায় গিয়ে লুৎফর রহমান বা নির্মাণ সংশ্লিষ্ট কাউকেই পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, সীমানা প্রাচীর ভাঙার ঘটনায় আশপাশের বাড়িঘরও ঝুঁকির মধ্যে পড়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।