সুজন তানোর (রাজশাহী)প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা জুবায়ের হোসেন জোবায়েদ হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনিদের প্রকাশ্য বিচারের দাবীতে রাজশাহীর তানোরে সরকারী আব্দুল করিম সরকার ডিগ্ৰী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ই অক্টোবর) সকালে ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারী আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আকাশ আলী ও সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিলটি কলেজ গেট থেকে মূল সড়ক প্রদর্শিত শেষে কলেজ মাঠে শেষ হয়।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সরকারী আব্দুল করিম সরকার ডিগ্ৰী কলেজ ছাত্রদলের সভাপতি আকাশ আলী বলেন,”৫ই আগষ্টে পরবর্তী সময়ে যখন অনেকে আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন অপর দিকে এখনও ছাত্রদল,যুবদলের ভাইদের বিনা কারণে জীবন দিতে হচ্ছে।আমরা আর মেনে নিবো না,আমার ভাইয়ের রক্তকে আমরা বৃথা যেতে দিবো না। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল রক্ত চাই না,শান্তি চাই।আমরা অবিলম্বে এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং প্রকাশ্য বিচারের দাবী জানাচ্ছি।সরকারী আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজ ছাত্রদলের অনন্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।