জহির মোল্লা প্রধান সম্পাদক
ফরিদপুর
ফরিদপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন তাইনের(২৮) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী তানভীরের মা মমতাজ বেগম। গত (১১ সেপ্টেম্বর ২০২৫) বৃহস্পতিবার তানভীর হোসেন তাইনের মা মমতাজ বেগম বাদী হয়ে ৪ জন কে আসামী করে থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায় গত (১১ সেপ্টেম্বর২০২৫)বৃহস্পতিবার সকাল অনুমানিক ১০:৩০ ঘটিকার সময় গোয়ালচামট মহাবিদ্যালয় কলেজ গেটের সামনে পাকা রাস্তার উপর তানভীর হোসেন তাইন ও সাকিব বিশ্বাসের ওপর বাপ্পি পাট্রদার,আরিফ পাট্রদার,টিপু পাট্রদার,সামচু পাট্রদার সন্ত্রাসী হামলা চালায়।অভিযোগ সূত্রে আরো জানা যায়, হামলায় তানভীর হোসেন তাইন ও তার ছোট ভাই সাকিব বিশ্বাসকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে ও লাঠি দিয়ে মাথায় ও মুখে আঘাত করে।পরে আহত তানভীর হোসেন তাইন ও সাকিবকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কোতয়ালী থানার, উপ- পুলিশ পরিদর্শক আ:লতিফ মন্ডল অভিযোগের বিষয় নিশ্চিত করে বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত চলছে