ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় অখণ্ড ভাঙ্গা রক্ষায় চলমান আন্দোলন ও আইনী লড়াইয়ে সংহতি ও সমর্থন জানিয়ে শুক্রবার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন ভাঙ্গা বাজারে মৌন মিছিল করেছে।
মিছিলটি ভাঙ্গা ঈদগাহ মডেল মসজিদ থেকে শুরু হয়ে ভাঙ্গা বাজার প্রদক্ষিণ করে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেয় অঙ্গীকার ৯২, ভাঙ্গা মানবকল্যাণ ফাউন্ডেশন এবং শ্রমজীবী কৃষক শ্রমিক সংঘ।
কৃষক দলে বিএনপি ভাঙ্গা উপজেলা সভাপতি মোঃ সাঈদ মুন্সি বলেন, “ভাঙ্গার ভৌগোলিক ও সামাজিক অখণ্ডতা রক্ষায় এই আন্দোলন জনগণের প্রাণের দাবি। শান্তিপূর্ণ মৌন মিছিলের মাধ্যমে আমরা আন্দোলন ও আইনী লড়াইকে এগিয়ে নেব।”
স্থানীয়রা জানান, এলাকাবাসীর ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রমাণ করে—অখণ্ড ভাঙ্গা রক্ষার সংগ্রাম শুধুমাত্র একটি আন্দোলন নয়, বরং মানুষের আবেগ ও আইনী অধিকার রক্ষার লড়াই।
মিছিলের সভাপতিত্ব করেন হেমায়েত হোসেন, এবং সঞ্চালনা করেন মোঃ সাঈদ মুন্সি। এছাড়া উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, বাবুল চাকলাদার, আকরাম হোসেন,বিটু মুন্সি আবু মোজাম্মেল, জিপি মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ।