ফরিদপুর-৪ আসন পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন ৩ দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণ
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-৪ আসনের আওতাভুক্ত এলাকা থেকে দুটি ইউনিয়ন কর্তনের প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন থেকে আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর (রবিবার, সোমবার ও মঙ্গলবার) টানা তিন দিন মহাসড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়।
বক্তারা জানান, প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। তবে জরুরি সেবা বহনকারী যানবাহন এ কর্মসূচির বাইরে থাকবে।
শনিবার বিকেলে ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তৈমুর লং, উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ডা. এনায়েত হোসেন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিম ইসলাম অভি প্রমুখ।