মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের সুযোগ্য সহকারী পরিচালক মহোদয় ফরিদপুর জেলার ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অনানুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি স্টেশনের সামগ্রিক কার্যক্রম ঘুরে দেখেন এবং উপস্থিত কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সহকারী পরিচালক মহোদয়ের এ অনানুষ্ঠানিক পরিদর্শনে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মীরা অনুপ্রাণিত হন এবং ভবিষ্যতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
ও রিদর্শনের উল্লেখযোগ্য মুহূর্তগুলোর কিছু স্থিরচিত্র সংযুক্ত করা হলো।