ভাঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধ
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা দিকে ঘারুয়া ইউনিয়নের উপজেলার বামনকান্দা বাইপাস সড়কে বসুন্ধরা অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক হলেন, মোহাম্মদ ফাহিম (১৮)। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের উচাঁবাড়ি গ্রামের মৃত মালিক মাতব্বরের পুত্র।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার ওসি জানান, মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।