জাহিদ হাসান ঃ
২০২৬ সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে কুষ্টিয়া জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ড. সাইফুল ইসলাম রিকেট দলীয় মনোনয়ন চাইবেন কিনা সে বিষয়ে নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ জনগণের মতামত নেয়া বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ই সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারেমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের ধানশীষ হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মোকারেমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুল হক ফজল চেয়ারম্যান এর পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সাইফুল ইসলাম রিকেট, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মঞ্জুরুল আলম দুলাল, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোকারমপুর ইউনিয়ন পরিষদের, ওয়ার্ড সদস্য জানবার হোসেন, সাবেক সদস্য আব্দুল খালেক, জাহিদ হাসান রিপক প্রমুখ।