মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
হেডলাইন :
তানোরের তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজে প্রথম নারী অধ্যক্ষ হলেন সাবিহা সুলতানা মাধবী-২২৪ আসাদুজ্জামান আইনজীবী এবং রাজনৈতিক কর্মী ফরিদপুরে লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা থানাগুলোকে ব্যাপক প্রচারের নির্দেশ তানোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু লালপুরে পদ্মার চরে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫/৬ জন গোবিন্দগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেফতার ভাঙ্গায় ইজি বাইক ছিনতাই: পাঁচজন গ্রেফতার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব দলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় ভাঙ্গায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
নোটিশ :
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ০১৮১৯৪৫৯৫১২

নোয়াখালীতে ঝগড়াকে কেন্দ্র করে ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:১৬ পূর্বাহ্ন

নোয়াখালীতে ঝগড়াকে কেন্দ্র করে ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

ইয়াছিন শরীফ অনিক,
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে পূর্বে ঝড়গার জের ধরে ঘুমের মধ্যে এক মাদ্রাসার ছাত্রকে বিভৎসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম। এর আগে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাট্রা আল মাদ্রাসারতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার এ ঘটনা ঘটে।

নিহত মো.নাজিম উদ্দিন (১৩) উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। অপরদিকে, আটক আবু সাঈদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাট্রা আল মাদ্রাসারতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক বিভাগে থেকে নাজিম ২২ পারা ও সাঈদ ২৩ পারা পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে। গত ১০-১৫ দিন আগে টুপি পরা নিয়ে নাজিম ও আবু ছায়েদের মধ্যে ঝগড়া হয়। পরে মাদ্রাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেয়। কিন্ত এ ঘটনার জের ধরে নাজিমের ওপর ক্ষিপ্ত হয়ে সোনাইমুড়ী বাজার থেকে ৩শত টাকা দিয়ে একটি ধারালো ছুরি কিনে নিয়ে আসে সাঈদ। প্রতিদিনের ন্যায় রোববার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে যায় ১৪জন ছাত্র ও একজন শিক্ষক। রাত আড়াইটার দিকে অন্য ছাত্রদের অগোচরে সাঈদ ঘুম থেকে উঠে বাজার থেকে কিনে আনা সেই ছুরি দিয়ে ঘুমের মধ্যে নাজিমকে জবাই করে দেয়। ওই সময় নাজিমের গলার গোঙরানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা ছাত্র-শিক্ষক ঘুম থেকে জেগে উঠে এ ঘটনা দেখতে পায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ভোররাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এসআই কামাল উদ্দিন সঙ্গীয় অফিসার এসআই মিজানুর রহমান ও এএসআই জাহাঙ্গীর আলম ফোর্সসহ যায়। অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। টুপি পরা নিয়ে দুই ছাত্রের মধ্যে বিরোধের সূত্র ধরে এ হত্যাকান্ড ঘটে। লাশের সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By ThemesDealer.Com