ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলায় পুলিশের লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার। প্রকৃত তথ্যদাতাদের এই পুরস্কার প্রদান করা হবে এবং তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
এই ঘোষণার ব্যাপক প্রচার নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, থানার আওতাধীন এলাকায় মাইকিং, স্থানীয় পত্র-পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের মাধ্যমে জনগণকে এই ঘোষণা সম্পর্কে অবহিত করতে হবে।
সরকার ঘোষিত পুরস্কারের হার নিম্নরূপ—
এলএমজি (LMG): ৫,০০,০০০ টাকা
এসএমজি (SMG): ১,৫০,০০০ টাকা
চায়না রাইফেল: ১,০০,০০০ টাকা
পিস্তল/শটগান: ৫০,০০০ টাকা
প্রতি রাউন্ড গুলি: ৫০০ টাকা
জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে, তথ্য প্রদানকারী বা অস্ত্র ও গোলাবারুদের সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হবে।
এ বিষয়ে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,
“লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জনগণের সহযোগিতা অপরিহার্য। তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করে যথাযথ পুরস্কার প্রদান করা হবে।”
আদেশক্রমে,
ফরিদপুর জেলা পুলিশ