মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইজি বাইক ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন — বাধন মাতুব্বর (২৩), পারর্থ মাতুব্বর (২৫), সজিব (২২), আকাশ (২১) ও সাকিব (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে মোঃ ফরিদ খান তার ইজি বাইক নিয়ে ভাঙ্গা বাজার থেকে পুলিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সলিলদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তাকে আটক করে মারধর করে এবং নগদ ৮,২০০ টাকা লুট করে নিয়ে যায়।
ভাঙ্গা থানা পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার অপরাধচক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় ইজি বাইক চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছে।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন,
গ্রেফতারকৃত আসামিরা পেশাদার চক্রভুক্ত অপরাধী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জামিনে মুক্ত হয়ে এরা আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।