ফরিদপুর প্রতিনিধি │
২৭ অক্টোবর ২০২৫, সোমবার
“থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৪র্থ পর্যায়ের ৬ষ্ঠ ব্যাচের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ সোমবার ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম।
প্রশিক্ষণ কোর্সে ফরিদপুর জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্সের ফোকাল পয়েন্ট কর্মকর্তা জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর। এছাড়াও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।