৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব দলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়
মোঃলিমন হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, দেশপ্রেমিক তরুণ সমাজ এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়
আগামী ২৭ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এ উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গঠিত এই সংগঠন আজও দেশপ্রেম, আদর্শ ও সংগ্রামের প্রতীক হিসেবে দেশের তরুণদের প্রেরণা যোগাচ্ছে।
তিনি আরও বলেন,বর্তমান স্বৈরাচারী সরকারের অন্যায়, দমননীতি ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের প্রতিটি তরুণকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবদল হচ্ছে সেই সংগঠন যারা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে।
বিজ্ঞপ্তিতে যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁদের আদর্শেই যুবদল আজ দেশের প্রতিটি প্রান্তে তরুণদের মাঝে গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছে।
যুবদল দেশের যুব সমাজকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। টঙ্গী পূর্ব থানা গাজীপুর মহানগর যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা শপথ নিচ্ছি—বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতা-কর্মী দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করব।
যুবদল এই দেশের তরুণ সমাজের আশা স্বপ্ন ও সংগ্রামের প্রতিচ্ছবি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গড়ে তুলব এক সমৃদ্ধ গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই কামনা করেছেন টঙ্গী পূর্ব থানা গাজীপুর মহানগর যুবদলের সংগ্রামী নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় তিনি সকল নেতাকর্মীকে সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের পাশে থাকার আহ্বান জানান।