ভাঙ্গায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আবদুল্লাবাদ এলাকায় সাপের কামড়ে যুবক শুভ দাস (১৯) মারা গেছেন। গত ২৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবদুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে কাঠাল গাছের নিচে বসে মোবাইল ফোনে ব্যস্ত থাকা অবস্থায় তাকে ডান পায়ে বিষধর সাপে কামড়ে গুরুতর আহত করে।
পরিবারে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিকেল ৪টায় তার লাশ নিজ বাড়িতে আনা হয়েছে। শুভ দাস নাসিরাবাদ ইউনিয়নের আবদুল্লাবাদ গ্রামের জয়ন্ত দাসের ছেলে।