লালপুরে পদ্মার চরে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫/৬ জন
সাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার চরে খড়ের ক্ষেত নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী এ গোলাগুলি চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খড়ের ক্ষেতের দখল নিয়ে কাকন গ্রুপ ও রবি-মমতাজ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষই অস্ত্র ব্যবহার করে গোলাগুলি চালায়। এতে অন্তত ৬ থেকে ৭ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
গুলিবিদ্ধদের প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।