নবীগঞ্জে পিতার হাতে মেয়ে খুন: আটক বাবা, এলাকায় চাঞ্চল্য
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজের মেয়েকে হ/ত্যার অভিযোগে পিতাকে আট/ক করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নি/হত নারীর নাম পূর্ণিমা রানী দাশ (২৫)। অভিযুক্ত পিতার নাম মতিলাল দাশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে মতিলাল দাশ তার মেয়ে পূর্ণিমা রানী দাশকে হ/ত্যা করেন বলে অভিযোগ উঠেছে। পূর্ণিমা দুই সন্তানের জননী ছিলেন এবং পারিবারিক জীবনে নানা জটিলতা চলছিল। স্থানীয় সূত্রে জানা যায়, নি/হতের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে পরিবার ও সমাজে আলোচনা ছিল, যা নিয়ে অভিযুক্ত পিতা অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, মেয়ের জীবনযাপন এবং চরিত্র নিয়ে পাড়া-প্রতিবেশীর অপমানজনক কথা সইতে না পেরেই মতিলাল দাশ এই চরম পদক্ষেপ নিয়েছেন। সম্প্রতি পূর্ণিমা তার সন্তানদের রেখে এক ছেলের সঙ্গে ঢাকা চলে গিয়েছিলেন এবং কয়েকদিন পর ফিরে আসেন। এসব ঘটনায় অতিষ্ঠ হয়েই মতিলাল দাশ তার মেয়েকে হ/ত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘাতক পিতা মতিলাল দাশকে তাৎক্ষণিকভাবে আট/ক করে। পরে নি/হতের মর/দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ম/র্গে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “অভিযুক্ত মতিলাল দাশকে আট/ক করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা হ/ত্যার কারণ এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। এ ঘটনায় থানায় মা/মলার প্রস্তুতি চলছে।”
এই হ/ত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।