গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া বাজারে আনন্দ র্যালিও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা যুবদলের আহবায়ক সদস্য সাইফুল ইসলাম নয়নের নেতৃত্বে এ র্যালি বের হয়। র্যালিটি ধলাদিয়া বাজারের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করার পর এক পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদল ঐতিহাসিকভাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার ও চলমান আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
উপজেলা যুবদলের নেতা সাইফুল ইসলাম নয়ন তার বক্তব্যে বলেন, “শ্রীপুরে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমি নিরলসভাবে কাজ করে যাব। তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠন দিন দিন শক্তিশালী হচ্ছে।”
তিনি গাজীপুর-৩ আসনে দলীয় সংগঠন শক্তিশালীকরণে এমপি পদপ্রার্থি অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর ভূমিকারও আহ্বান জানান। সাইফুল ইসলাম নয়ন সকলের কাছে অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর জন্য দোয়া চেয়ে বলেন, যাতে তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর-৩ সংসদীয় আসনের উন্নয়ন করতে পারেন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন যুবদলের নেতা সুমন, আমানুল্লাহ, মনির, কামাল, তাইজদ্দিনসহ কৃষকদলের আহ্বায়ক শহিদুল্লাহ, সদস্য সচিব আলামীন মোল্লা ও মৎস্যজীবী দলের সভাপতি শহিদুল মোড়ল প্রমুখ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।