শ্রীপুরে পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা
আনোয়ার হোসেন শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীপুর পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে শ্রীপুর বাজার প্রধান সড়কে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
শ্রীপুর পৌর যুবদল আহবায়ক সেলিম আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু তাহের প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক_ডাঃ_এস_এম_রফিকুল ইসলাম বাচ্চু সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-কেন্দ্রীয় বিএনপি
সিনিয়র যুগ্ম আহ্বায়ক-গাজীপুর জেলা বিএনপি।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, প্রধান বক্তা ছিলেন গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব, আনোয়ার হোসেন বেপারী, নবী হোসেন, মকবুল খান, শামীম আহাম্মদ, বাচ্চু প্রধান, গফুর মন্ডল, রফিকুল ইসলাম, আরাফাত বেপারী, আমিনুল ইসলাম, আশরাফুল সরকার প্রমুখ।
এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, আগামী দিনে জননেতা তারেক রহমানের হাত কে শক্তিশালী করার জন্য যুবদলের নেতাকর্মীদের কে রাজপথে থেকে দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। প্রধান বক্তা আনোয়ার হোসেন বেপারী বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে যুবদল সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।