
মা/হো-
গাজীপুরের ভবানীপুর এলাকায় সংরক্ষিত আকাশমনি বাগান দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা চালাচ্ছে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রীতি গ্রুপ এমন অভিযোগ উঠেছে। ভাওয়াল রেঞ্জ ও ভবানীপুর বিট কর্মকর্তারা আরসিসি খুঁটি পুঁতে রাস্তা বন্ধের চেষ্টা করলেও থেমে নেই ওই প্রতিষ্ঠানের দৌরাত্ম্য।
সরেজমিনে দেখা গেছে, ভবানীপুর এলাকার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের সংলগ্ন হামজা কেমিক্যাল কারখানার পূর্ব পাশে প্রীতি গ্রুপের একটি নির্মাণাধীন প্রজেক্ট রয়েছে। ওই স্থানে নির্মাণ সামগ্রী ও ভারী পণ্যবাহী যান চলাচলের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই একটি নতুন রাস্তা নির্মাণের তৎপরতা চলছে। সম্প্রতি হামজা কেমিক্যালের দক্ষিণ পাশে সিএস ১২৫৭ নং দাগের সংরক্ষিত আকাশমনি বাগানের ওপর দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে প্রীতি গ্রুপের পক্ষে কয়েকজন ব্যক্তি বাগানের ভেতর দিয়ে প্রায় ২০০ ফুট দীর্ঘ রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। গভীর রাতে বালু ও মাটি ফেলে নিচু জায়গা ভরাট করা হয়, এতে বাগানের শতাধিক আকাশমনি গাছের ক্ষতি হয় এবং বনাঞ্চলের ভারসাম্য হুমকির মুখে পড়ে।
খবর পেয়ে ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা সাকেরা আক্তার শিমু ও ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। পরে গত ২৬ অক্টোবর রাতে রাস্তার প্রবেশমুখে আরসিসি খুঁটি পুঁতে চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিট কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, “ওই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও রাতে কাজের চেষ্টা চলে। জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ বিষয়ে প্রীতি গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় পরিবেশবাদীরা সংরক্ষিত বনাঞ্চলে এমন কার্যক্রমকে ‘আইনবহির্ভূত’ উল্লেখ করে অবিলম্বে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
Post Views: 19