সুজন তানোর (রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর তানোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র বিশেষ অভিযানে মাদকদ্রব্য তৈরির সরঞ্জাম উদ্ধার সহ দুইজন কে গ্রেপ্তার করা হয়েছে।উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর গ্রামে এ বিশেষ অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার কৃষ্টপুর গ্রামের মামুনের স্ত্রী শেফালি খাতুন(২৬)ও একই গ্রামের লুকমানের পুত্র হায়াত আলী(২৫)।জানা গেছে,গত মঙ্গলবার(১২ আগস্ট)রাত ৮ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই মোছাঃ নাহিদা আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের যৌথ নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাতাসপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন।এ ঘটনায় বুধবার(১৩ আগস্ট)রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছেন।