ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার ভোর থেকে ভাঙ্গায় সড়ক ও রেল অবরোধ চলছে। সকাল ৭টা থেকে ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়কসহ বিভিন্ন পয়েন্টে সামিয়ানা টাঙিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভকারীরা অবস্থান নেন। একই সঙ্গে ভাঙ্গার কৈডুবি রেলগেটে গাছ ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এর ফলে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর এলাকায় আটকা পড়েছে বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের ভোগান্তি অব্যাহত রয়েছে।
অবরোধের কারণে ভাঙ্গার সঙ্গে ঢাকা, খুলনা ও বরিশালের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। হামিরদী বাসস্ট্যান্ড, নোয়াপাড়া, হাসপাতাল মোড়, সুয়াদীসহ বিভিন্ন এলাকায় অবরোধ কর্মসূচি পালিত হয়।
আন্দোলনকারীরা জানিয়েছেন, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার গেজেট বাতিল করে পুনরায় ফরিদপুর-৪ আসনে সংযুক্তির দাবি মানা না হলে লাগাতার আন্দোলন চলবে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া ঘোষণা দেন— শুক্রবার ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। তবে রবিবার ভোর ৬টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে।