ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন উত্তর পাড়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই খুন হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন শেখ ওই এলাকার জাহাজান শেখের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাইদের মধ্যে কোনো কারণে বিরোধ বাধে। এক পর্যায়ে ছোট ভাই বঁটি দিয়ে কোপ মারলে সালাউদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আনুমানিক সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।