মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ০১৮১৯৪৫৯৫১২

কোনও অকল্যাণকর কাজের সাথে জামায়াতে ইসলামী জড়িত নয় -এম. এম.রেজাউল করিম

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৪:২৩ অপরাহ্ন

কোনও অকল্যাণকর কাজের সাথে জামায়াতে ইসলামী জড়িত নয়
-এম. এম.রেজাউল করি।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:- শেখ কামরুজ্জামান (রানা )।

কোনও অকল্যাণকর কাজের সাথে জামায়াতে ইসলাম জড়িত নয়, সকল কল্যাণকর কাজের সাথে জড়িত জামায়াতে ইসলামী। কোন চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড, মিথ্যা মামলা বাণিজ্যের সাথে জামায়াতের কোন কর্মী সমর্থক জড়িত নয়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য, গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জামায়াতের প্রার্থী এম.এম.রেজাউল করিম।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির বিবেক। আমরা এতোদিন আপনাদের কাছে যেতে পারি নাই। বিগত ৫৩ বছর ধরে বিভিন্ন সরকার এসে আপনাদের কাছ থেকে আমাদের দূরে সরিয়ে রেখেছিল। আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের কর্মকান্ড তুলে ধরতে চাই। আশারাখি দলমত নির্বিশেষ আপনারা সকলের কর্মকান্ড জাতির কাছে তুলে ধরবেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম সাংবাদিকদের পাশে আছে। সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে।
আগামী সংদদ নির্বাচন নিয়ে এফ.এম.রেজাউল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে কারো অধিকারের জন্য আন্দোলন সংগ্র্রাম করতে হবে না। যার যার অধিকার চাওয়ার আগেই পেয়ে যাবে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে
উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ফরিদউদ্দিন আহমেদের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান সেকেন্দার, পৌর সভাপতি আক্তার দাড়ীয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কোটালীপাড়া উপজেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com