মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে অক্টোবর মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম, ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের মাসিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্যানিটেশন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় <span;>বক্তব্যে বলেন,<span;> সংশ্লিষ্ট বিভাগগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।