মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
হেডলাইন :
ভেড়ামারায় মোকারিমপুর ইউপিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শ্রীপুরে পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা নবীগঞ্জে পিতার হাতে মেয়ে খুন: আটক বাবা, এলাকায় চাঞ্চল্য মসজিদ থেকে তুলে নিয়ে মারধরের পর উল্টো সন্ত্রাসীদের থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে সংরক্ষিত আকাশমনি বাগান দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা, প্রীতি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ২৮ – শে অক্টোবর গণহত্যার প্রতিবাদে বেলকুচি উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত তানোরের তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজে প্রথম নারী অধ্যক্ষ হলেন সাবিহা সুলতানা মাধবী-২২৪ আসাদুজ্জামান আইনজীবী এবং রাজনৈতিক কর্মী ফরিদপুরে লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা থানাগুলোকে ব্যাপক প্রচারের নির্দেশ
নোটিশ :
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ০১৮১৯৪৫৯৫১২

তানোরের তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজে প্রথম নারী অধ্যক্ষ হলেন সাবিহা সুলতানা

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পূর্বাহ্ন

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা সুলতানা।তিনি চলতি মাসের ৬ তারিখে তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার এই দায়িত্ব পাওয়াকে কলেজের শিক্ষক শিক্ষিকা কর্মচারীসহ শিক্ষার্থীরা পজিটিভ হিসেবে নিয়ে বলছেন, হারিয়ে যাওয়া কলেজটির গৌরব আবারো ফিরবে এমনটি প্রশ্যাশা করছেন তারা।তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ক্যামিষ্ট্রি বিভাগের শিক্ষক হাফিজুর রহমান বলেন,সাবিহা সুলতানা ম্যাডাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পরও নিতি নিয়মিত ভাবেই ক্লাশ নিচ্ছেন। এর আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যক্ষরা নিয়মিত ক্লাস নিতেন না।তিনি বলেন,সাবিহা সুলতানা ম্যাডাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাযিত্ব নেয়ার পর ক্লাশে শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ফিরতে শুরু করেছে কলেজের নিয়ম শৃঙ্খলা।তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নির্মল দাস বলেন,সাবিহা সুলতানা ম্যাডাম অত্যন্ত বিনয়ী,কর্মঠ এবং মেধাবী একজন শিক্ষিকা।তিনি বলেন,উনি নিয়মিত কলেজে আসেন এবং সকল বিষয়ে গুরুত্ব সহকারে শিক্ষকদের সাথে আলোচনা করছেন কিভাবে শিক্ষার গুনগত মান বৃদ্ধি করা যায়। খাইরুল ইসলাম নামের শরীর চর্চা বিষয়ের শিক্ষক বলেন,সাবিহা সুলতানা ম্যাডাম কোন অন্যায়ের কাছে আপোষ করেন না,উনার কাছে এই কলেজটি সকলেই একটি পরিবারের মত উনার কাছে স্বজন প্রীতি চলবে না।তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের শিক্ষক ড’ মো: মোখলেছুর রহমান বলেন,সাবিহা সুলতানা ম্যাডাম পরিচ্ছন্ন মনের মানুষ,উনি স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাষী।উনি সকলকে নিয়েই কলেজের গুনগুন ও মান সম্মত শিক্ষা ও উন্নয়নের জন্য প্রকাশ্যে সকলকেই নিয়েই আরোচনা করছেন। আমরা সবাই উনার এমন কাজে সহযোগিতা করছি এবং করবো। তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের সহকারী লাইব্রেরিয়ান শিক্ষক সোহেল রানা বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার পর শিক্ষার্থীসহ শিক্ষকরা ক্লাশ মুখী হয়েছেন।তানোর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ বলেন, তানোর উপজেলার কোন কলেজেই কখনো কোন নারী অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার রেকর্ড নেই। তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা সুলতানা ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে রেকর্ড গড়লেন আমরা উনার মঙ্গল কামনা করছি। একই কথা বলেছেন মুন্ডমালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামসহ বেশ কযেকটি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার শিক্ষানুরাগীরা।এবিষয়ে তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের সদ্য দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা বলেন, আমি ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে নিয়মিতই ক্লাশ নিতাম এখনো তা অব্যাহত থাকবে। তিনি বলেন,কলেজের কলেজের সকলকে নিয়েই শিকার গুণগত মান উন্নয়ন ও সব কিছুরই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কলেজের জরাজীর্ণ মহিলা হোষ্টেলটি সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে যে হোষ্টেলে আমিও থাকতে চাই যেন শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি হয়। তিনি এই কলেজের হারিয়ে যাওয়া ঐতিহ্য পিরিয়ে আনতে সকলের সহযোগীতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com