প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে আজকের জনকথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৩ই জুন) সন্ধ্যায় জগন্নাথপুর পৌরপয়েন্টে হেল্প ফর হিউম্যান ফাউন্ডেশনের উদ্যোগে এবং জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হেল্প ফর হিউম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জয়নাল আবেদীন এর সৌজন্যে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজকের জনকথা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাহারের সভাপতিত্বে ও আজকের জনকথা পত্রিকার সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি প্রভাষক জাহিদ হাসান এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজসেবক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা সুহেল আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হুমায়ূন কবির, দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়া, আজকের জনকথা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ।
জগন্নাথপুরে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আহমেদ হোসাইন ছানু কে প্রদত্ত সুন্দর সংবর্ধনায় উচ্ছ্বসিত খুলনা আর্ট একাডেমি। একাডেমি কর্তৃপক্ষ জগন্নাথপুরে আহমেদ হোসাইন ছানু’র সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। কারণ আহমেদ হোসাইন ছানু এমনই একজন ব্যক্তি, যিনি একজন দেশপ্রেমিক, নির্ভীক সাংবাদিক এবং তিনি গরিব-দুঃখীর দুঃখে সমব্যাথিত হন। তিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে সদা সোচ্চার। সুনামগঞ্জ আর সিলেট নয়, অদম্য কলম সৈনিক আহমেদ হোসাইন ছানু’র আলোয় আলোকিত হচ্ছে বৃহত্তর খুলনা সহ সারাদেশ। তিনি বাংলাদেশের গর্বিত সন্তান। তাঁর সম্মাননা স্মারক প্রাপ্তিতে খুলনা আর্ট একাডেমি অত্যন্ত আনন্দিত। ঐতিহ্যবাহী খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস মোবাইল ফোনে জাতীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আহমেদ হোসাইন ছানুকে অভিনন্দন জানিয়ে বলেন, “সংবর্ধনা ও সম্মাননার জন্য আপনি উপযুক্ত একজন ব্যক্তিত্ব। আমরা আশা করি এই সম্মান আপনার কার্যক্রমক করবে আরো গতিশীল।
পরিশেষে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করা হয়।