তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন-টুটুল।
রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম এর নিজ অর্থায়নে ইউনিয়ন (ইউপির) বিভিন্ন মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ, রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছ রোপন করা হয়েছে।
জানা গেছে ১০- আগষ্ট (রোবিবার) সকাল ১০-০০ মিনিটে সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ জামিরুল ইসলাম এর নিজস্ব অর্থয়নে, কামারগাঁ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামের উপস্থিতিতে এবং ইউনিয়ন আনসার ও ভিডিপি সদস্য, তোতা মন্ডল, নুরুজ্জামান ও গ্রাম পুলিশগণকে সঙ্গে নিয়ে কামারগাঁ ইউনিয়ন (ইউপির) বিভিন্ন মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ, রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছ রোপন করেন। এর পূর্বেও তিনি বিনামূল্যে পেঁপে, মিষ্টি- কুমড়া, লাউ, পুইশাক ও মরিচ চারা সহ, বিভিন্ন প্রকার সবজি চারা ও বীজ বিতরণ সহ, ফলজ, বনজ ও ঔষধিগাছ রোপন করেছেন।
সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ জামিরুল ইসলাম বলেন; বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে, ষড়ঋতুর দেশ বাংলাদেশে আবহাওয়ায বিরূপ প্লভাব পড়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনের কোনো বিকল্প নেই তাই আমি আমার নিজ চিন্তা-চেতনার অংশ হিসেবে বিনামূল্যে পেঁপে, মিষ্টি- কুমড়া, লাউ, পুইশাক ও মরিচ চারা সহ, বিভিন্ন প্রকার সবজি চারা ও বীজ বিতরণ সহ, ফলজ, বনজ ও ঔষধিগাছ রোপন অব্যাহত রেখেছি।
এ সময় কামারগাঁ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম বলেন; আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম নিজ চিন্তা-চেতনার অংশ হিসেবে বিনামূল্যে পেঁপে, মিষ্টি- কুমড়া, লাউ, পুইশাক ও মরিচ চারা সহ, বিভিন্ন প্রকার সবজি চারা ও বীজ বিতরণ সহ, ফলজ, বনজ ও ঔষধিগাছ রোপন অব্যাহত রেখেছেন। নিঃসন্দেহে এটি সামাজিক উন্নয়নের অংশিদার।
তার এই মানবিক ও দেশপ্রেম সত্যিই প্রসংশা যোগ্য। আমি তার এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব।।
এসময় স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি সহ, ব্যবসায়ী, সমাজকর্মী সহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।