রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
হেডলাইন :
ফরিদপুর-৪ আসন পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন ৩ দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা ভেড়ামারায় নেতা-কর্মী ও সাধারণ জনগণের সাথে প্রফেসর ড. সাইফুল ইসলাম এর মতামত  ভাঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি ফরিদপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাবনা -২ আসনে বিএনপির দলীয় এমপি পদপ্রার্থী ঘোষণা দিলেন – আজম আলী বিশ্বাস অখণ্ড ভাঙ্গা রক্ষায় মৌন মিছিল: স্থানীয়দের ঐক্যবদ্ধ অংশগ্রহণ চোরদের ভোট দিলে দেশের উন্নয়ন হবে না, বেলকুচিতে কর্মী সম্মেলনে মুফতি মোঃ নুরুন নাবী ভাঙ্গা ফায়ার সার্ভিসে সহকারী পরিচালকের অনানুষ্ঠানিক পরিদর্শন ভাঙ্গায় ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই খুন বেলকুচিতে ছয় বন্ধুর উদ্যোগে যাত্রা শুরু করল ‘”সিরাজগঞ্জ ঘি মহল’”
নোটিশ :
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ০১৮১৯৪৫৯৫১২

তানোরে অধিগ্রহণের জমি বিক্রয়ের অভিযোগ!

Reporter Name / ১৪৯ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২১ পূর্বাহ্ন

 

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোরে অধিগ্রহণ করা সরকারি জমি জালিয়াতির মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তানোর বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর যোগসাজশে আজিজুল দিগর জালিয়াতি করে এসব জমি বিক্রয় করেছে।

তানোর পৌরসভার ৫-নম্বর ওয়ার্ডের গোল্লাপাড়া/ নামো-গোল্লাপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে।

অধিগ্রহণ করা জমি বিক্রয়ের বিষয়ে আবাসিক প্রকৌশলীকে অবগত করা হয়। কিন্ত্ত রহস্যজনক কারণে আবাসিক প্রকৌশলী জমি বিক্রয় ঠেকাতে কোনো পদক্ষেপ গ্রহণ না করে নিরব ভূমিকা পালন করেন।

তানোর উপজেলার জেল নম্বর ১৪২, মৌজা গোল্লাপাড়া নামোপাড়া,আর এস খতিয়ান নম্বর ৮২, দাগ নম্বর ৪৯১, শ্রেণি ধানী, পরিমান দশমিক ০৩ ও কবরস্থান পরিমান দশমিক ০৭৫ একর। খারিজ খতিয়ান নম্বর-
প্রস্তাবিত ৩১৬, হোল্ডিং নং ৩১৬ এবং
খারিজ খতিয়ান নম্বর ৫৭৫ ও হোল্ডিং নং- ৫৭৮। পৈতৃক সুত্র এসব জমির মালিক মৃত মনির উদ্দিন মন্ডলের ছেলে আজিজুল হক মন্ডল-দিগর।

তানোর বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর কার্যালয় নির্মাণের জন্য এসব জমিসহ বিভিন্ন ব্যক্তির কাছে থেকে জমি অধিগ্রহণ করা হয়। যাহার এল এ কেস নম্বর ২১/২০১৬-১৭ অর্থবছর।
অন্যদিকে গত ১-সেপ্টেম্বর (সোমবার) গোপণে আজিজুল দিগর রেজিষ্ট্রি দলিলের মাধ্যমে সাবেক প্রধান শিক্ষক, কেরামত আলীর নিকট ৫ লাখ টাকায় এসব জমি বিক্রয় করেছে। অথচ গত ২৬-আগস্ট উপজেলা প্রশাসন থেকে জমি বিক্রয় বন্ধের জন্য আবাসিক প্রকৌশলীকে পদক্ষেপ নিতে বলা হয়েছিল।
স্থানীয় জনগণ সরেজমিন তদন্ত করে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন।

এবিষয়ে জানতে চাইলে তানোর বিদ্যুৎ বিভাগের (নেসকো) আবাসিক প্রকৌশলী অমিত হাসান আরিফ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি জমি বিক্রয়ের পরে জানতে পেরেছেন। তিনি বলেন, এসব জমি উদ্ধারে কাজ শুরু করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করে আজিজুল মন্ডল বলেন, তাদের জমি তারা বিক্রি করেছেন, এক্ষেত্রে কোনো অনিয়ম করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com