আনোয়ার হোসেন শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে রাতের আধারে গোদারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তহিদুল ইসলাম ও শাহিদুল ইসলাম গোদারচালা গ্রামের আবু বকর সিদ্দিকের পুত্র।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান,রাত দুইটার দিকে খবর পাই তহিদুলে নেতৃত্বে লোকজন বলে বিদ্যলয়ের মাঠে বেড়া দিচ্ছে। নিরাপত্তার ভয়ে রাতে আসিনি।সকালে এসে দেখি মাঠের মাঝ বরাবর কাটা তারের বেড়া। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে শ্রীপুর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আবহিত করি। পরে ইউএনও স্যারের মধ্যস্থতায় বেড়া অপসারণ করে তারা।তবে দুইদিনের মধ্যে সমাধান না হলে আবার দখল করবে বলে হুমকি দেয়।
অভিযুক্ত তহিদুল বলেন,এটা আমাদের জমি।বিদ্যালয়ের জমি আমাদের দখলে,আমাদের জমি বিদ্যালয়ের দখলে।বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যার্থ হয়ে দখল করছিলাম।ইউএনও স্যারের আশ্বাসে আাবার বেড়া তুলে নিয়েছি।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদুল ইসলাম জানান বিদ্যালয়ের সাথে জমি নিয়ে দখলদারদের বিরোধ রয়েছে। প্রতিবেদন পেলে বিষয়ের সমাধানে পৌছানো যাবে।