নড়াইলের কালিয়ায় সন্ত্রাসীদের হাত থেকে এক বৃদ্ধ ভ্যানচালককে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মেহেদি হাসান (১৮)। তিনি কালিয়া পৌর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের চাদপুর গ্রামের মৃত তোতামিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে কালিয়া বাজার চৌরাস্তা মোড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদি হাসান বাজার শেষে বাড়ি ফেরার পথে দেখতে পান কয়েকজন যুবক এক বৃদ্ধ ভ্যানচালককে মারধর করছে। তিনি মানবিক কারণে এগিয়ে গিয়ে বৃদ্ধকে রক্ষা করার চেষ্টা করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এখনো হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার তদন্ত চলছে। খুব দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় সাধারণ মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।