এম বাদশা মিয়া ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে শৈলকুপা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। এ সময় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য, কতৃত্ত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ তামাকের ক্ষতিকর দিকগুলো ডিজিটাল প্রেজেন্টেশন এর মাধ্যমে তুলে ধরেন। পরে আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক আলমগীর অরণ্য, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন প্রমুখ।প্রশিক্ষণ কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কার কি ভূমিকা, তামাক ব্যবহারের ক্ষতিকর দিক, তামাক এর পরিবর্তে বিকল্প চাষ পদ্ধতি বিষয়ে আলোচনা হয়।