ঢাকার টাইম-মা/হো-
রাজেন্দ্রপুর রেঞ্জাধীন রাজেরপুর পূর্ব বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ও স্টাফদের সহযোগিতায় ৫৩নং ধলাদিয়া মৌজার সিএস ৩২৮ ও আরএস ৫১৩ নং দাগের ধলাদিয়া বাজার এলাকায় বনের জমিতে পরিচালিত অভিযানে নতুন করে নির্মিত অবৈধ দোকান-ঘর উচ্ছেদ করা হয়।
২৭ অক্টোবর, অভিযান চলাকালে দেখা যায়, উক্ত এলাকায় সরকারি বনভূমির উপর অবৈধভাবে দোকান-ঘর নির্মাণ করে দখল নেওয়া হয়েছে। বন বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে প্রায় ০.৪ একর বনভূমি উদ্ধার করে।
বনভূমি পুনরুদ্ধার করে সেখানে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় জনগণ বনভূমি রক্ষার প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতে এমন অবৈধ দখল রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময়, ঢাকা বন বিভাগের রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা ফেরদৌস তুহিন জানান, সরকারি বনভূমি দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ বা দখলকে শূন্য সহনশীলতা দেখানো হবে।