চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সংসদ সদস্য, ভোলা-৩ আসনের নির্বাচিত জনপ্রতিনিধি ও বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে “তিস্তা বাঁচাও” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট (শনিবার) ঢাকায় আয়োজিত এ সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, তিস্তা নদী বাঁচানোর দাবি এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয়। সভার আয়োজন করে বাংলাদেশ প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি।
সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলীনা রহমান। আলোচনায় অংশ নেন দলের সাংগঠনিক সম্পাদক খাইরুল কবির খোকন, আব্দুস ছালামসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী শহীদ জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু তাহের। তিনি তার বক্তব্যে বলেন, “তিস্তা রক্ষার আন্দোলন কেবল উত্তরাঞ্চলের মানুষের নয়, বরং দেশের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষার সংগ্রাম। বিএনপি জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে এই আন্দোলনকে বিজয়ী করবে।”
বক্তারা বলেন, তিস্তা নদী শুধু উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উৎস নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, কৃষি ও পরিবেশের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। এ নদী শুকিয়ে গেলে পুরো উত্তরবঙ্গ মরুকরণের ঝুঁকিতে পড়বে। তাই তিস্তা বাঁচাতে সমন্বিত পদক্ষেপ এখন সময়ের দাবি।
একইসঙ্গে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের নানামুখী অবস্থান, ইসির রোডম্যাপ ও বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা অভিযোগ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, “তিস্তা বাঁচানো এখন শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, বরং জাতীয় স্বার্থে বড় একটি প্রশ্ন। বিএনপি জনগণের পাশে থেকে এই নদী রক্ষায় সব ধরনের আন্দোলনে অংশ নেবে। একইসঙ্গে ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের অধিকার রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।”
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, পেশাজীবী এবং প্রজন্ম ৭১ কমিটির নেতারা।