রিপোর্টার : মোহাম্মদ আল-আমিন চট্টগ্রাম
তফসিল: ২০ জুলাই ২০২৫, চট্টগ্রাম:
চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া জোড় ডেবার উত্তর পাড় থেকে আজ (২০/০৭/২০২৫) বিকেল ৪টায় এক অজ্ঞাতনামা মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরে জানানো হয়, ওই এলাকার পানিতে ভাসছিল একটি মৃতদেহ, যার অবস্থা অত্যন্ত গলিত এবং ক্ষতবিক্ষত ছিল।এ ঘটনার ভিত্তিতে, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবীর ভুইয়া, সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন), জনাব কাজী মোঃ বিধান আবিদ এবং ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে সিআইডির ক্রাইম সিন টিম এবং পিবিআই সদস্যদের সহায়তায় স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করা হয়।প্রাথমিক পর্যবেক্ষণে, মৃতদেহটি পুরুষ না মহিলা তা স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে, মৃতদেহের পোশাক এবং আঙ্গিক দেখে ধারণা করা হচ্ছে, এটি আনুমানিক ২০-৩০ বছরের এক মহিলা। মৃতদেহটি দীর্ঘদিন পানিতে থাকার কারণে গলে গিয়েছে এবং শরীরের বিভিন্ন অংশের পেশি ক্ষয়প্রাপ্ত হয়েছে। মৃতদেহের মাথা, দুই হাতের কনুইয়ের নিচের অংশ এবং দুই পায়ের গোড়ালির নিচের অংশ গলে গেছে।পুলিশ সূত্র জানায়, মৃতদেহের আঙ্গুলের ছাপ সংগ্রহের মাধ্যমে ভিকটিমের পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হয়, তবে তাৎক্ষণিকভাবে পরিচয় নির্ধারণ সম্ভব হয়নি। বর্তমানে, ডবলমুরিং মডেল থানার এসআই মোঃ শহীদুল আলম পারভেজ স্থানীয় সাক্ষীসহ অন্যান্য প্রমাণের ভিত্তিতে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন।এছাড়া, ভিকটিমের পরিচয় সনাক্তকরণে সহায়তার জন্য চট্টগ্রামের সকল থানার পাশাপাশি আশপাশের জেলা সমূহে বেতার বার্তা প্রেরণ করা হয়েছে। এখনো পর্যন্ত ভিকটিমের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।এ ব্যাপারে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে।