চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানাধীন বহদ্দারহাট খাঁজা রোড করমপাড়া বি-মাঝির বাড়ির মরহুম নজির আহমদের পুত্র ইয়ার মুহাম্মদ সাইফুলের বিরুদ্ধে তার গর্ভধারণী বৃদ্ধ মা মোছাঃ জয়নাব বিবি (৬০) কে মারধর করছে বলে এমন অভিযোগ করেন তার মা।
সাইফুলের মা জয়নাব বিবি সাংবাদিকদের বলেন আমি একজন বয়স্ক বৃদ্ধ মানুষ আমার তিন ছেলে দুই মেয়ে রয়েছে তবে আমর স্বামী মৃত নজির আহমদ মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করে নিজেই নিজের ভরণপোষণের ব্যবস্তা করি।
কুলাঙ্গার ছেলে এজাহারনমীয় আসামি আমার দ্বিতীয় ছেলে, এই ছেলে দীর্ঘদিন যাবৎ বখাটে ছেলেদের সাথে চলাফেরা করার ফলে বিভিন্ন ধরনের নেশায় জর্জরিত হয়ে যায়। এ-ব্যাপরে মা হিসেবে আমি তাকে বাধা দিলে সে কুলাঙ্গার ছেলে সাইফুল আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হামলা করে,
মা জয়নাব বিবি আরো বলেন তার বাবার রেখে যাওয়া সম্পত্তি ও ভাড়া বাসা তাকে লিখিত করে দিয়ে দিতে বলে, শুধু তাই নয় প্রতিমাসে তাকে ১০ হাজার টাকা করে মাদক খরচও দিতে হবে বলেন কুলাঙ্গার ছেলে সাইফুল। যদি না দি আমাকে জানে মেরে ফেলার হুমকিও দেন।
একপর্যায়ে গত ০৪/০৮/২৫ ইং অনুমান ৪,০০ ঘটিকায় আমার কুলাঙ্গার ছেলে সাইফুল
(৪৮) বাহির থেকে নেশাগ্রস্ত অবস্থায় ঘরে প্রবেশ করে আমাকে গালিগালাজ করতে থাকে,গালিগালাজ করতে করতে সে আমাকে মারধর করে রক্তাক্ত করেছে।
তাই আমি নিরুপায় হয়ে চাঁদগাঁও থানায় হাজির হইয়া একটি লিখিত এজাহার দায়ের করি
এবং উক্ত এজাহার অমলে নিয়ে সুস্থ তদন্ত পূর্বক সুবিচার দাবি করেন তিনি।