গাজীপুর সদর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ সজল শিকদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের পাশের এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সজল শিকদার গাজীপুরের ভাওয়াল মির্জাপুর বাজার এলাকার বাসিন্দা এবং আজিম শিকদারের ছেলে। নিয়মিত টহল চলাকালে পুলিশের সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে গাজীপুরে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে প্রশাসন, সমাজকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
Post Views: 172