পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্মমভাবে হত্যার শিকার হন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশের মতো গাজীপুরেও উঠেছে তীব্র প্রতিবাদের ঝড়।
আজ ৮ই আগস্ট (শুক্রবার) সকাল ১১টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় গাজীপুর সাংবাদিক পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হয় মানববন্ধন। ‘মব ভায়োলেন্স থামাও’ ও ‘সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই’ স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
মানববন্ধনে বক্তারা বলেন, “তুহিন হত্যাকাণ্ড কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি মত প্রকাশের স্বাধীনতার উপর একটি নগ্ন হামলা। যারা সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়, তারা মূলত সমাজে সত্য চাপা দিতে চায়।”
গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মো. মোজাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সবুজ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কবি ও লেখক, একইসঙ্গে পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন। তিনি বলেন, “তুহিনের মৃত্যু একটি চরম বার্তা—সত্য বলার দায়ে সাংবাদিকদেরও হত্যা করা হচ্ছে। স্বাধীনতার পর থেকে অন্তত ৩৩ জন সাংবাদিক খুন হয়েছেন, কিন্তু বেশিরভাগ ঘটনার আজও বিচার হয়নি। আমরা আর অপেক্ষা করব না।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে দ্রুত আইন প্রণয়ন করতে হবে। খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক হাসান মাহমুদ, ইব্রাহিম সরকার, শরিফুল হাসান ও সজল।
বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হলে দেশে স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎ অন্ধকার। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন সময়ের কণ্ঠস্বর-এর প্রতিনিধি মো. আলমগীর হোসেন, মুবি বাংলার প্রতিনিধি মো. হৃদয় হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সাংবাদিকরা একমত পোষণ করেন—যতদিন না তুহিন হত্যার বিচার হবে, তারা রাজপথ ছাড়বেন না।